মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | কাজের চাপ কমাতে ডেটিং করুন, অ্যাপ খুলে দিল কোম্পানি, কোথায় চালু আজব এই নিয়ম

দেবস্মিতা | ১৯ নভেম্বর ২০২৪ ০৫ : ২৮Debosmita Mondal


আজকাল ওয়েবডেস্ক: অফিসে কাজের প্রেশার। তাই পরিবেশে সুসম্পর্ক বজায় রাখতে ডেটিং অ্যাপ চালু করল এক তথ্য প্রযুক্তি সংস্থা। ঘটনাটি দক্ষিণ চিনের। 

 

 

কর্মীরা যাতে কর্মক্ষেত্রে রোম্যান্স খুঁজে পায় তাই এই নয়া উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। শেনজেনে অবস্থিত কোম্পানিটির নাম ইনস্টা ৩৬০। এই অ্যাপের মাধ্যমে কর্মচারীরা শুধু নিজেদের মধ্যেই নয়, অন্যান্য ব্যক্তিদের সঙ্গে ডেটিং অ্যাপের পরিচয় করিয়ে দিলেও মিলবে নগদ পুরস্কার। 

 

 

সেখানকার এক সংবাদমাধ্যম দাবি করেছে, যদি কোম্পানির বাইরের কারও সঙ্গে আলাপ করিয়ে দেওয়া হয় অ্যাপের মাধ্যমে তাহলে ৬৬ ইউয়ান করে টাকা পাবে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭৭০ টাকা। কোম্পানির নয়া এই উদ্যোগ চালু হয়েছে তিন মাস আগে। 

 

 

ডেটিং অ্যাপের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম চালু করেছে কোম্পানি। যদি একজন কর্মচারী কোম্পানির বাইরের কারও সঙ্গে ডেটিং অ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এবং তিন মাস সম্পর্ক বজায় রাখে, সেক্ষেত্রে পুরস্কার পাবেন তারা।  কোম্পানির কর্মচারী পাবেন সেক্ষেত্রে এক হাজার ইউয়ান। ভারতীয় মুদ্রায় টাকার অঙ্কটা বেশ খানিকটা। প্রায় এগারো হাজার সাতশো টাকা। 

 

 

গত, ১১ নভেম্বরের মধ্যে কোম্পানির ফোরামে প্রায় ৫০০ টি পোস্ট প্রকাশিত হয়েছে। কোম্পানি এই ডেটিং অ্যাপের জন্য এখনও পর্যন্ত প্রায় দশ হাজার ইউয়ান বা প্রায় ১.১৬ লাখ টাকা খরচ করেছে। অফিসের কাজের চাপের পাশাপাশি এরকম সুযোগ করে দেওয়ায় খুশি কর্মীরা। অনেককে মজা করে এও বলতে শোনা গিয়েছে, কোম্পানি নিজের মায়ের চেয়ে বেশি আগলে রাখছে। 

 

 

কোম্পানির নয়া এই স্কিম ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেখানে নেটাগরিকরা মন্তব্য করেছেন, সংশ্লিষ্ট ওই কোম্পানিতে কোনও ভ্যাকান্সি রয়েছে কি না, একইসঙ্গে কেউ আবার এমনটাও বলেছেন, প্রতি কোম্পানির এটা খেয়াল রাখা উচিত। তাহলে কর্মীরা চাপমুক্ত হন। কিছু বিরূপ মন্তব্যও এসেছে। তাদের অবশ্য দাবি, ভালোবাসাকে এইভাবে টাকা নিয়ে পরিমাপ করা উচিত নয়। 

 

 

প্রসঙ্গত, এই নিয়ম চালু করার পেছনে আরও একটা কারণ উঠে এসেছে। বর্তমানে চিনে বিয়ে এবং জন্মহার দুটোই কমছে।  সাম্প্রতিক সরকারি তথ্য বলছে, ২০২৪ সালের প্রথম তিন মাসে মাত্র ৪.৭৪ মিলিয়ন দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। যা গত বছর ২০২৩ সালে ছিল ৫.৬৯ মিলিয়ন। কমেছে ১৬ শতাংশেরও বেশি। অন্যদিকে, দেশটির জন্মহারও নিম্নমুখী। ২০২৩ সালে, এটি প্রতি এক হাজার জনে ৬.৩৯ জনে নেমে এসেছে, যা ২০২২ সালে প্রতি হাজারে ৬.৭৭ জন ছিল।


China companyDating app

নানান খবর

নানান খবর

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু

পাহালগাঁও হামলার পর লস্কর প্রধান হাফিজ সইদের নিরাপত্তা চারগুণ বৃদ্ধি, কড়া নজরদারি লাহোরে

সপ্তাহে ১১০ ঘণ্টা করে হাসপাতালে ভর্তি, তাতেও তিরস্কার? কাজ হারালেন কর্মী

‘বন্ধু’ ব্যাকটেরিয়ার কাছে হারবে মারণ ভাইরাস, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

প্লাস্টিক দূষণে কাঁপছে পৃথিবী, কী করবে রাশিয়ার এই জাহাজ

‘ম্যারেজ গাউন’ পরেই ভ্যাপসা গরমে দৌড়লেন ম্যারাথনে, যুবতীর কাহিনি জল আনবে চোখে

‘সম্ভাবনা বাড়ছে’, ভারত-পাক যুদ্ধ? বড় আশঙ্কা পাক প্রতিরক্ষামন্ত্রীর গলায়

আক্রমণ করতে পারে ভারত, ভয়ে পাক অধিকৃত কাশ্মীরে বিমান চলাচল বাতিল করল পিআইএ!

ভারতের ‘‌পাল্টা আঘাতের’‌ আশঙ্কায় কাঁপল পাকিস্তান! কয়েক ঘন্টায় ধস ৩,০০০ পয়েন্ট, ভেঙে পড়ল স্টক মার্কেট

পাঁচ মাস পর জামিন পেলেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, জেল মুক্তি নিয়ে রইল ধোঁয়াশা

সোশ্যাল মিডিয়া